আন্তর্জাতিক ডেস্ক
ইরানে নারী মন্ত্রী মনোনয়ন দিলেন প্রেসিডেন্ট মাসুদ
ইরানের নবনিযুক্ত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার মন্ত্রিসভা গুছাতে শুরু করেছেন। এরই মধ্যে তিনি মন্ত্রিসভার সদস্য মনোনয়ন দিয়েছেন, যাদের একজন নারী। এখন শুধু পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষা। খবর আল-জাজিরা ও রয়টার্সের।
কট্টরপন্থি ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যমপন্থি সংস্কারবাদী হিসেবে পরিচিত। তিনি মন্ত্রিসভা সাজাতে যাচ্ছেন সব পন্থি মিলিয়েই। এরই মধ্যে মন্ত্রিসভার জন্য ১৯ সদস্যের মনোনয়ন দিয়েছেন তিনি।
পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অধিবেশনে প্রেসিডেন্ট মনোনীত ১৯ সদস্যের মন্ত্রিসভার নাম ঘোষণা করেন।
সোমবার থেকে কট্টরপন্থি অধ্যুষিত পালার্মেন্টের সদস্যরা মনোনীত প্রার্থীদের বিষয়ে পর্যালোচনা করবেন এবং বিচার-বিবেচনা শেষে ভোটাভুটিতে যাবেন।
জানা গেছে, প্রেসিডেন্ট মাসুদ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন একজন মধ্যপন্থি কূটনীতিক ৬১ বছর বয়সি আব্বাস আরাঘচিকে।
আরাঘচি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে কিছুটা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত তেহরান এবং বিশ্বশক্তির মধ্যে পারমাণবিক চুক্তি আলোচনায় প্রধান আলোচক হিসেবে কাজ করেছেন।
আরাঘচি জাপান ও ফিনল্যান্ডে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের ডেপুটি হিসেবেও কাজ করেছেন। জারিফের নেতৃত্বে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ পাঁচ পরাশক্তির সঙ্গে পারমাণবিক চুক্তি সম্পন্ন করেছিল ইরান।
এদিকে একজন নারীকে নগর উন্নয়নমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট মাসুদ। তার নাম ফারজানাহ সাদেগ। সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী হিসেবে তার মনোনয়ন নিশ্চিত হলে ৪৮ বছর বয়সি ফারজানাহ হবেন দেশটির দ্বিতীয় নারী মন্ত্রী।
১৯৭৯ সালে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর ইরানে প্রথম নারী হিসেবে ২০০৯ সালে মন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছিলন মারজিয়েহ ওয়াহিদ দাস্তজেরদি। তিনি ছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী।
যাই হোক, রবিবারের অধিবেশনে স্পিকার যখন নাম পাঠ করে শোনান, তখন ফারজানাহ সাদেগের বিরোধিতা করছিলেন অনেক আইনপ্রণেতা। গত মে মাসে মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
"