আন্তর্জাতিক ডেস্ক
পরমাণু কেন্দ্রে আগুন একে অন্যকে দুষছে রাশিয়া-ইউক্রেন
দক্ষিণ ইউক্রেনে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার এ ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেন ও রাশিয়া একে অন্যের বিরুদ্ধে আঙুল তুলেছে। খবর আল-জাজিরার।
রাশিয়া-নিযুক্ত জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইয়েভজেনি বালিটস্কি দাবি করেছেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর গোলাবর্ষণের কারণেই বিদ্যুৎকেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে তিনি আশ্বস্ত করেছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং কোনো বিস্ফোরণ বা বড় ধরনের বিপদের আশঙ্কা নেই। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ বাহিনীই ইচ্ছাকৃতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, ‘দখলের প্রথম দিন থেকেই রাশিয়া এই পারমাণবিক কেন্দ্রকে ইউক্রেন ও বিশ্বকে ব্ল্যাকমেইল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’
"