আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ আগস্ট, ২০২৪

রাশিয়া সফরে গেছেন মাহমুদ আব্বাস

তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সফরে রুশ প্রেসিডেন্ট ভøলাদিমির পুতিনের সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি। খবর এএফপির।

মস্কোতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফাল জানান, সোমবার বিকেলে মাহমুদ আব্বাস মস্কোতে পৌঁছান। মঙ্গলবার তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। তারা যুদ্ধ বন্ধে রাশিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করবেন। রাশিয়া কী করতে পারে, তা নিয়ে কথা বলবেন।

হাফিজ নোফাল বলেন, আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। রাশিয়ার সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলমান পরিস্থিতিতে আমাদের পরস্পরের সঙ্গে আলাপ-আলোচনা করা দরকার।

বছরের পর বছর ধরে রাশিয়া মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলছে। এর মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনও রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close