আন্তর্জাতিক ডেস্ক
ট্রাম্পের প্রচারণা শিবিরে ইরানি হ্যাকারদের হানা
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরে সাইবার হামলা চালিয়েছে ইরানি হ্যাকাররা। শনিবার এ অভিযোগ তুলেছে ট্রাম্পের প্রচারাভিযান কর্তৃপক্ষ। হ্যাকাররা দলটির কিছু অভ্যন্তরীণ নথি ফাঁস করেছে। তবে এ বিষয়ে হ্যাকার বা ইরানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবর বিবিসির।
ট্রাম্পের প্রচারণা শিবির বলেছে, অভ্যন্তরীণ যোগাযোগ সংশ্লিষ্ট কিছু নথি হ্যাক করা হয়েছে। এটি ইরানি হ্যাকারদের কাজ ছিল।
মার্কিন সংবাদ ওয়েবসাইট পলিটিকো শনিবার জানায়, ট্রাম্পের রানিং মেট ওহাইয়োর সিনেটর জেডি ভ্যান্সের বিষয়ে দলের অভ্যন্তরীণ পর্যবেক্ষণ নথিসহ প্রচারাভিযানের বেশ কিছু নথি তাদের কাছে ইমেইল করা হয়েছে।
ইরানি হ্যাকাররা রবার্ট নামের অ্যাকাউন্টটি থেকে নথিগুলো ইমেইল করেছে। নথিগুলোর সত্যতা নিশ্চিত করা হয়েছে।
নিউজ আউটলেটটির মতে, রিপাবলিকান পার্টি সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের ব্যাপারে যাচাই-বাছাই বিষয়ক যে গবেষণা চালিয়ে থাকে, এগুলো সেই নথি। ভ্যান্সের ফাইলটি ২৭১ পৃষ্ঠার, যাতে তার অতীত কর্মকাণ্ড ইত্যাদি রয়েছে।
হ্যাকাররা ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও সম্পর্কেও একটি গবেষণা নথির কিছু অংশ পাঠিয়েছে, যিনি ভাইস প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বী ছিলেন। এ বিষয়ে ট্রাম্পের প্রচারাভিযানের মুখপাত্র স্টিভেন চেউং বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের শত্রু বিদেশী বিশেষ করে ইরানি উৎস এই নথিগুলো অবৈধভাবে হস্তগত করেছে। স্টিভেন চেউং আরও বলেন, ইরানিরা জানে যে প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প হোয়াইট হাউসে তার প্রথম চার বছরের মতোই ইরানের সন্ত্রাসের রাজত্ব বন্ধ করবেন।
প্রচারাভিযানের পক্ষ থেকে নথি ফাঁসের সঙ্গে ইরানি হ্যাকার বা ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার কোনও প্রমাণ দেওয়া হয়নি।
মাইক্রোসফটের থ্রেট অ্যানালাইসিস সেন্টারের (এমটিএসি) একটি প্রতিবেদন প্রকাশের একদিন পরই ইরানি হ্যাকারদের বিরুদ্ধে এ অভিযোগ তুললো ট্রাম্পশিবির।
মাইক্রোসফ্টের এক বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, ইরানি হ্যাকাররা গত জুন মাসে যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট প্রার্থীর নির্বাচনী প্রচারণাকে লক্ষ্যবস্তু করেছিল।
"