আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যে সহিংস বিক্ষোভ অব্যাহত
যুক্তরাজ্যের সাউথপোর্টের এক নৃত্যকর্মশালায় ছুরিকাঘাতে তিন শিশুর মৃত্যুর পর হামলাকারীর পরিচয়-সংক্রান্ত ভুয়ো তথ্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এই বিক্ষোভের নিশানা হয়েছে মূলত মুসলিম এবং অভিবাসীরা।
দাঙ্গা শুরু হওয়ার পর থেকে সহিংস বিশৃঙ্খলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্রমবর্ধমান সহিংসতার তীব্র ভাষায় নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে করা আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।
গত সপ্তাহের সোমবার আয়োজিত নাচের কর্মশালায় ছুরি হামলার ঘটনায় ওই তিন শিশুর মৃত্যু ছাড়াও আট শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি গুরুতর জখম হন। আহতরা সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনার পর হঠাৎই রটে যায়, আক্রমণকারী একজন শরণার্থী মুসলিম যিনি নৌকায় চেপে যুক্তরাজ্যে এসেছিলেন। ক্ষোভে, যার আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে যুক্তরাজ্যের একাধিক শহরে। ফলে সেখানে দাঙ্গা পরিস্থিতি দেখা দিয়েছে।
যদিও এ ঘটনায় অভিযুক্ত হিসাবে অ্যাক্সেল মুগানওয়া রুদাকুবানার নামে যে তরুণকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে অভিবাসীদের বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভকারীদের অনেকেই। দাঙ্গাকারীরা ভাঙচুর চালায়, গাড়িতে এবং শরণার্থীদের আবাসস্থল হিসাবে ব্যবহৃত হোটেলে আগুন ধরিয়ে দেয় বলেও অভিযোগ। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে একাধিক পুলিশকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে অনেকেই গুরুতর জখম । মার্সিসাইড পুলিশ জানিয়েছে, অতি ডানপন্থী ইংলিশ ডিফেন্স লিগের সমর্থকরা এই সহিংসতার জন্য দায়ী।
রদেরহ্যামে শরণার্থীদের আবাসিক এক হোটেলে হামলার নিন্দা জানিয়ে স্যার কিয়ের স্টারমার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সহিংস পরিস্থিতির জন্য যারা দায়ী, আইনের পূর্ণ শক্তি দিয়ে তাদের সঙ্গে মোকাবিলা করা হবে। রবিবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে হোটেলে অগ্নিসংযোগসহ অন্যান্য সহিংস ঘটনার নিন্দা করে অভিযুক্তদের হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী ।
"