আন্তর্জাতিক ডেস্ক
গাজায় একের পর এক স্কুলে বিমান হামলা ইসরায়েলের
নিহত বেড়ে ৪০ হাজার
গাজার উদ্বাস্তুদের আশ্রয় নেওয়া স্কুলভবনগুলোকে লক্ষ্য করে চরম বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সর্বশেষ শনিবারেএকটি স্কুলে বোমা হামলায় আরও ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এ পর্যন্ত অন্তত ৪০ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায়। খবর বিবিসি ও আল জাজিরার।
গাজার সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, ইসরায়েলি বিমান শনিবার ভোরে তাবাঈন স্কুল ভবনে বোমা হামলা চালায়। এতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
হতাহতদের নিয়ে যাওয়া হয়েছিল গাজার আল-আহলি হাসপাতালে। ওই হাসপাতালের প্রধান ডা. ফাদল নাঈম জানান, নিহতদের মধ্যে ৭০ জনকে এখনও পর্যন্ত শনাক্ত করা হয়েছে। অনেকের দেহাবশেষ এত খারাপভাবে বিকৃত হয়ে গেছে যে শনাক্ত করা কঠিন।
গাজার মিডিয়া অফিস এই হামলার সম্পূর্ণ দায় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপিয়েছে। একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্ব সংস্থাগুলোর কাছে গাজার বেসামরিক নাগরিকদের উপর এই “গণহত্যা” বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।
অপরদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, স্কুলটিতে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ইসলামি জিহাদ বাহিনীর সামরিক সদর দপ্তর ছিল। হাসামকে উৎখাতে এ হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে অন্তত ১৯ হামাস যোদ্ধা নিহত হয়েছে।
স্কুলভবনে ওই হামলায় বেসামরিক হতাহতের নিন্দা ও সমালোচনা জানিয়েছে জাতিসংঘ, পশ্চিমা বিশ্বসহ আঞ্চলিক দেশগুলো। মিশর বলেছে, এমন হামলার মানে হচ্ছে ইসরায়েলের যুদ্ধবিরতিতে পৌঁছানোর বা গাজা যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছা নেই।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র সেলিম ওয়েইস বলেন, হামলাটি ছিল ভয়ঙ্কর। স্কুলটি অন্তত এক হাজারের বেশি বেসামরিক ব্যক্তি, নারী-শিশুর আশ্রয় কেন্দ্র ছিল। এসব উদ্বাস্তু মানুষ স্কুল বা মসজিদ, এমনকি হাসপাতালের আঙিনায় যে কোনও ফাঁকা জায়গায় আশ্রয় নিচ্ছে।
গাজায় কয়েক সপ্তাহ ধরে এ ধরনের স্কুল ভবনের আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের মতে, গাজার ৫৬৪টি স্কুল ভবনের মধ্যে এ পর্যন্ত ৪৭৭টি সরাসরি হামলার শিকার ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী গাজা সিটির মোট ৬টি স্কুলে বোমা হামলা চালিয়েছে। মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের জন্য গাজায় হামলা বন্ধের আহ্বান জানালেও ইসরায়েল তাদের মারাত্মক আক্রমণ অব্যাহত রেখেছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত ৩৯,৭৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৯২ হাজার ফিলিস্তিনি।
কমলা হ্যারিসের নিন্দা: গাজার উদ্বাস্তুদের আশ্রয় নেওয়া একটি স্কুল ভবনে ইসরায়েলি হামলায় বেসামরিক শতাধিক ফিলিস্তিনি নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
"