আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট, ২০২৪
ভেনিজুয়েলায় এক্স বন্ধ করলেন মাদুরো
ভেনিজুয়েলায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তেজনা চলার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ১০ দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করলেন দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। এ নিষেধাজ্ঞা চলমান উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।
নিকোলাস মাদুরো বলেন, ভেনিজুয়েলার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা কোনাটেলের উপস্থাপন করা একটি প্রস্তাবনায় তিনি স্বাক্ষর করেছেন। প্রস্তাবনায় এক্সের কার্যক্রম ১০ দিনের জন্য বন্ধ রাখার কথা বলা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে মাদুরো এ কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে কেন্দ্র করে মাদুরো ও ইলন মাস্ক অব্যাহতভাবে পরস্পরকে কটাক্ষ করছেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন