আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বালিগঞ্জে পাম অ্যাভিনিউয়ে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মৃত্যুকালে বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন তিনি। গতকাল বুধবার থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার। গতকাল সকালে এলো মৃত্যুসংবাদ।
দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবনে তিনি প্রথমে কাশীপুর-বেলগাছিয়া আসনের বিধায়ক ছিলেন তিনি। এরপর ১৯৮৭ সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। ২০১১ সাল পর্যন্ত
টানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধদেব।
বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম ১৯৪৪ সালের ১ মার্চ, কলকাতায়। কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর চাচা। রাজনীতির পাশাপাশি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহ ছিল বামপন্থী এই নেতার।
"