আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ আগস্ট, ২০২৪

গাজার দুই স্কুলে হামলায় ৩০ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুই স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ১৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে। হতাহতদের সবাই বাস্তুচুত হয়ে এই স্কুলে আশ্রয় নিয়েছিলেন। খবর আল জাজিরার।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলার পর আল-নাসর ও হাসান সালামা স্কুল থেকে অন্তত ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে রেসকিউ সার্ভিস টেলিগ্রামে জানিয়েছে, আল-নাসর স্কুলের ধ্বংসস্তূপের নীচে প্রায় ১৬ জন বাস্তুচ্যুত মানুষ এখনও নিখোঁজ রয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী বাস্তুচ্যুত মানুষের অন্তত ১৭২টি আশ্রয়কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, যার মধ্যে ১৫২টি ছিল স্কুল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় প্রায় ১১ মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত ৩৯৫৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত বুধবার ইরানের রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে গুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান ও হামাস। এর আগের দিন মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকর নিহত হন।

ট্রাম্পের বিকল্প নির্বাচনি বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান কমলারট্রাম্পের বিকল্প নির্বাচনি বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান কমলার

পর পর ইরানপন্থি গোষ্ঠীগুলোর শীর্ষ নেতাদের এসব হত্যাকাণ্ডের ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে যে কোনো সময় বিস্তৃত যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এমন আশঙ্কায় ব্যাপক উদ্বেগ বিরাজ করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close