আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট, ২০২৪
নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ আরোহী নিহত
নেপালের রাজধানী কাঠমান্ডুর অদূরে জঙ্গলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ আরোহীর নিহত হয়েছেন। বুধবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এপি এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
নুয়াকোট জেলার সরকারি প্রশাসক কৃষ্ণ প্রসাদ হুমাগাই জানান, হেলিকপ্টারটি স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সয়াপ্রুবেশি শহরের দিকে যাচ্ছিল। ধ্বংসস্তূপ থেকে ৪ পুরুষ ও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কাঠমান্ডুর উত্তর-পশ্চিমে সূর্যচৌর এলাকায় জঙ্গলে ঢাকা পাহাড়ে এই দুর্ঘটনাস্থল। অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধঅনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন