আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ আগস্ট, ২০২৪

ওয়ালজকে নিয়ে গুরুত্বপূর্ণ দুই অঙ্গরাজ্যে কমলার সমাবেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস এবং তার রানিং মেট টিম ওয়ালজ। বুধবার তারা উইসকনসিন এবং মিশিগান অঙ্গরাজ্যে তাদের নির্বাচনী প্রচারণা সমাবেশ করেছেন। প্রচারণী সমাবেশগুলোতে দশ হাজারের বেশি সমর্থক উপস্থিত ছিলেন। সমর্থকদের সামনে কমালা তার নতুন রানিং মেটকে পরিচয় করিয়ে দেন। নির্বাচনী সমাবেশগুলোতে সমর্থকদের উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কমালা। তিনি প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর থেকে প্রতিটি সমাবেশেই সমর্থকদের উপস্থিতি বেড়েছে বলে খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

এতে বলা হয়, উইসকনসিন অঙ্গরাজ্যে যে সমাবেশ তারা করেছে তাতে ১২ থেকে ১৫ হাজার লোকের উপস্থিতি ছিল। এই সমাবেশকে ওয়ালজ এখন পর্যন্ত তার সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশ বলে অভিহিত করেছেন। সমাবেশে সমর্থকরাও বেশ উচ্ছ্বসিত ছিল। স্লোগানে স্লোগানে উত্তাল ছিল সমাবেশগুলো। সমর্থকরা ‘আমরা ফিরে যাচ্ছি না’ বলে স্লোগান দেয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা বলেছেন, তারা কমালা এবং ওয়ালজকে দেখার জন্য উৎসাহী ছিলেন। ২০০৬ সালে মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ওয়ালজ একটি পাবলিক স্কুলের শিক্ষক ছিলেন। তাকে দেখতে পেরে উল্লাস প্রকাশ করেছেন ওয়ালসের স্কুলের সাবেক এক সহকর্মী।

মিডওয়েস্টার্নে ডেমোক্র্যাটরা ওয়ালজকে তাদের নিজেদের একজন বলে অভিহিত করেছেন। স্থানীয় সমর্থকরা ওয়ালজের ভূয়োদর্শী প্রশংসা করেন। হ্যারিসের রানিং মেট হিসেবে ওয়ালজের নাম ঘোষণা করার পর থেকে ২৪ ঘণ্টার একটি পরিসংখ্যানে দেখা যায়, ডেমোক্র্যাটদের প্রায় ৩৬ মিলিয়ন সমর্থক বেড়েছে।

তবে সমাবেশে কমালার বক্তৃতার সময় ফিলিস্তিনপন্থীরা চিৎকার করে বলেছিলেন, ‘কমালা আপনি নিজেকে লুকাতে পারবেন না, আমরা গণহত্যার জন্য ভোট দিচ্ছি না।’ এর জবাবে কমালা বলেন, ‘গণতন্ত্রে সবার কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ। আপনারা কি চান ট্রাম্প জয়ী হোক? মূলত আমি এজন্যই কথা বলছি।’ সমাবেশে কমলা তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে আক্রমণ করে বলেন, যারা এমন ইঙ্গিত দেন যে আমরা দেশের সংবিধান ভূলুণ্ঠিত করব?

কমালাকে এবারের নির্বাচনে জয়ী হতে হলে উইসকনসিন এবং মিশিগান অঙ্গরাজ্যে বিজয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। মিনেসোটার গভর্নর ওয়ালজের জন্যও উইসকনসিন ও মিশিগান হবে কঠিন পরীক্ষার। এদিকে আগামী সেপ্টেম্বরে প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হবেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং কমালা হ্যারিস। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি কমালার সঙ্গে মুখোমুখি বিতর্কে অংশগ্রহণ করার জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close