আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের খাইবারে ভারী বৃষ্টি-বন্যায় ১২ জনের মৃত্যু
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বৃষ্টিজনিত বেশ কয়েকটি ঘটনায় অন্তত ১২ জন নিহত ও আরো ২১ জন আহত হয়েছেন। এসব মৃত্যু ২৪ ঘণ্টার মধ্যে হয়েছে বলে প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) নিশ্চিত করেছে। খবর ডনের।
খাইবার পাখতুনখাওয়ার (কেপি) পাশাপাশি বেলুচিস্তান প্রদেশ ও গিলগিট-বালতিস্তানেও টানা বৃষ্টি হচ্ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, কেপির কারাক জেলায় ছয়জন এবং নিম্ন দির, চারসাদ্দা ও দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় একজন করে নিহত হয়েছেন। কারাকের লাভাঘর আলগাডায় বন্যার পানিতে চারজন ভেসে গেছেন। তাদের মৃতদেহর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
ট্যাংক জেলায় বাড়ির ছাদ ধসে এক নারী তার দুই সন্তানসহ নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারটির আরো চার সদস্য আহত হয়েছেন।
প্রবল বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও নালাগুলো উপচে ট্যাংক- দক্ষিণ ওয়াজিরিস্তানের মধ্যবর্তী সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
"