আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ আগস্ট, ২০২৪

ইরাকে হামলায় ৫ মার্কিন সেনা আহত

ইরান ও তার মিত্ররা ইসরায়েলে বড় ধরনের হামলা চালাবে- এমন আশঙ্কায় মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ইরাকের আল আসাদ সামরিক ঘাঁটিতে হওয়া হামলায় অন্তত পাঁচ মার্কিন সেনা আহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন।

ইরাকের দুই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় আনার প্রদেশের আল আসাদ বিমানঘাঁটিতে দুটি কাতিউশা রকেট ছোড়া হয়েছে। রকেটগুলো ঘাঁটির ভেতরে পড়েছে।

ইরান হামাস নেতা হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে, কিন্তু এর সঙ্গে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার কোনো সম্পর্ক আছে কি না- তা পরিষ্কার হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close