আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ জুলাই, ২০২৪

নাইজেরিয়ায় স্কুলভবন ধসে ২২ শিক্ষার্থী নিহত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যে একটি স্কুলভবন ধসে অন্তত ২২ শিক্ষার্থী নিহত এবং ১৩৪ জন আহত হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অন্তত ১২০ শিক্ষার্থী। স্থানীয় সময় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসি ও সিবিসি নিউজের।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটো রাজ্যের জোস নর্থ জেলায় সেইন্ট অ্যাকাডেমি স্কুলটির দোতলা ভবন হঠাৎ করেই ভেঙে পড়ে। এ সময় স্কুলে পরীক্ষা চলছিল। ধারণা করা হচ্ছে, স্কুলটিতে এক হাজারের মতো শিক্ষার্থী ছিল। স্কুল কর্তৃপক্ষ নিহতের সংখ্যা স্পষ্ট না করলেও স্থানীয় টেলিভিশন চ্যানেল টিভিসি জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ২২। নিহতদের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই রয়েছে।

স্থানীয় একজন সাংবাদিক আশপাশের দুটি হাসপাতালে ১৬ শিক্ষার্থীর মরদেহ দেখেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close