আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ জুলাই, ২০২৪

ক্যারিবিয়ানে তাণ্ডবের পর মেক্সিকোয় বেরিলের আঘাত

জ্যামাইকাসহ ক্যারিবিয়ান অঞ্চলে তাণ্ডবের পর শুক্রবার (৫ জুলাই) মেক্সিকোর উপকূলে আঘাত হেনেছে হারিকেন বেরিল। ঘূর্ণিঝড়টির শক্তি কিছুটা হ্রাস পেলেও মেক্সিকোয় গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে এরই মধ্যে লণ্ডভণ্ড অবস্থা তৈরি করেছে। এর আগে ক্যারিবিয়ানে অন্তত ১১ জনের প্রাণহানির কারণ হয়েছে বেরিল। খবর বিবিসি ও আল-জাজিরার।

মেক্সিকোর কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় উপকূলে শুক্রবার ভোরে আঘাত হেনেছে বেরিল। ঘূর্ণিঝড়টির শক্তি কমে এখন ২ মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। ঝড়ের গতিবেশ এখনো ঘণ্টায় ১১০ মাইল।

কর্তৃপক্ষ জানিয়েছে, মেক্সিকোর পূর্ব উপকূলের পর্যটকপ্রিয় ইয়ুকাতান উপত্যকা জুড়ে এরই মধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ঘূর্ণিঝড়টি। কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।

চলতি মৌসুমের প্রথম হারিকেন বেরিল শুরুতেই শক্তিশালী ৫ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে আটলান্টিক পাড়ি দিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানে।

ঝড়ের আঘাতে ক্যারিবীয় অঞ্চলে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে গ্রেনাডায় তিনজন, সেন্ট ভিনসেন্টে দ্বীপে একজন নিহত, গ্রেনাডাইন দ্বীপে দুজন, ভেনিজুয়েলায় তিনজন ও জ্যামাইকায় দুজনের প্রাণহানি ঘটেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রেনাডাইন দ্বীপের ৯০ শতাংশ ঘরবাড়ি বিলীন হয়ে গেছে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে।

এদিকে মেক্সিকোর প্লেয়া ডেল কারমেন থেকে আল-জাজিরার সাংবাদিক লুসিয়া নিউম্যান জানিয়েছেন, মেক্সিকোয় তাণ্ডব চালালেও এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

নিউম্যান বলেন, খুব খুব জোরে বাতাস বয়ে যাচ্ছে। কিছু গাছপালা উপড়ে গেছে। অনেক এলাকায় বিদ্যুৎ নেই এবং টেলিফোন যোগাযোগও বন্ধ রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close