আন্তর্জাতিক ডেস্ক
বহু মেরুর বিশ্ব এখনকার বাস্তবতা : পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, একটি বহু মেরুর বিশ্ব এখন বাস্তবে পরিণত হয়েছে। এর প্রধান স্তম্ভ হিসেবে কাজ করছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) এবং অর্থনৈতিক ব্লক ব্রিকসের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো। ৪ জুলাই, বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত এসসিও কাউন্সিল অব হেডসের সভায় বক্তৃতাকালে এই কথা বলেছেন তিনি।
পুতিন বলেছেন, ‘এই সংস্থাগুলো বিশ্ব উন্নয়নের প্রক্রিয়া এবং প্রকৃত বহু মেরুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী ইঞ্জিন হিসেবে কাজ করছে।’
তিনি আরো বলেছেন, ‘বর্তমানে একটি বহুমুখী বিশ্ব বাস্তবে পরিণত হয়েছে। ব্রিকসসহ সাংহাই সহযোগিতা সংস্থা হলো উদীয়মান নতুন বিশ্ব ব্যবস্থার প্রধান স্তম্ভ।’
তিনি জোর দিয়ে বলেছেন, ‘ন্যায়সংগত বিশ্বব্যবস্থার পক্ষে এবং তাদের বৈধ অধিকার ও ঐতিহ্যগত মূল্যবোধ দৃঢ়তার সঙ্গে রক্ষা করার জন্য প্রস্তুত রাষ্ট্রগুলোর বৃত্ত প্রসারিত হচ্ছে।
"