আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ জুলাই, ২০২৪

একমাত্র ঈশ্বর এসে বললেই সরে দাঁড়াবেন বাইডেন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর চাপের মুখে কিছুটা ক্ষোভই ঝাড়লেন ডেমোক্রেটিক প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, একমাত্র ঈশ্বর এসে আমাকে বললেই পদত্যাগ করব। স্থানীয় সময় শুক্রবার রাতে এ সাক্ষাৎকার দেন বাইডেন। খবর এবিসি ও সিএনএনের।

এবিসি নিউজের সঙ্গে ২২ মিনিটের সাক্ষাৎকারে বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্পকে ভোটে আমিই পরাজিত করেছি। অন্য যেকোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি কাজ করেছি। তাই ২০২৪-এ লড়াই থেকে সরে দাঁড়ানোর দাবি সম্পূর্ণভাবে নাকচ করছি।

বাইডেন বলেন, একমাত্র সর্বশক্তিমান প্রভু নেমে এসে আমাকে নির্দেশ দিলেই পদত্যাগ করব, তা ছাড়া নয়। আমি লড়াইয়ে থাকছি এবং নভেম্বরের ভোটে জিততে চলেছি।

নভেম্বরের নির্বাচন উপলক্ষে সিএনএনের আটলান্টা স্টুডিওতে গত সপ্তাহে প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হয়েছিলেন বাইডেন। তবে ওই বিতর্কে ট্রাম্পের কথার তোড়ে কিছুটা নাস্তানাবুদ হন বাইডেন।

তাৎক্ষণিক জরিপে বলা হয়, বিতর্কে পরাজিত হয়েছেন বাইডেন। এরপরই দলের মধ্যে জল্পনা ওঠে, বাইডেন পারবেন তো! এমনকি প্রার্থিতা থেকে তার সরে দাঁড়ানোর প্রসঙ্গও উঠে আসে দলের ভেতরে। দাবি ওঠে, ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সক্ষম, আরেকটু কম বয়সি কাউকে প্রার্থী করার।

৮১ বছর বয়সি বাইডেন নিজেও তার বয়সের বিষয়টি স্বীকার করেন। কিন্তু তিনি দল, অর্থদাতা, সমর্থক ও ভোটারদের বোঝাতে চাইছেন, আরো চার বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের পথে বয়স কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে তাই সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা তার নেই।

এমন পরিস্থিতি নিয়ে কয়েক দিন ধরেই বাইডেন নিজের সক্ষমতার প্রচার চালাতে বাধ্য হয়েছেন। শুক্রবার উইসকনসিন রাজ্যে প্রচারাভিযানে গিয়েও বাইডেন সমর্থকদের উদ্দেশে জানান, তিনিই নির্বাচনী লড়াইয়ে থাকছেন।

বাইডেন দাবি করেন, বিতর্কে তিনি যখন ধীরস্থির থাকার চেষ্টা করেছেন, তখন ট্রাম্প মিথ্যা কথার স্রোত বইয়ে দিয়েছেন। এমনকি তার মাইক বন্ধ হয়ে যাওয়ার পরও কথা বলে গেছেন।

বাইডেন বলেন, বিতর্ক অনুষ্ঠানের পর থেকে অনেক জল্পনা-কল্পনা চলছে। জো কী করতে যাচ্ছে? তিনি কি দৌড়ে থাকবেন? তুমি কী করতে যাচ্ছো?

উইসকনসিনের ম্যাডিসনে সমাবেশে ভোটারদের বাইডেন বলেন, আমার জবাব হচ্ছে, আমি লড়ছি এবং আবার জিততে যাচ্ছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close