আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন, ২০২৪
১৭ রুশ ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের
রাশিয়ার উৎক্ষেপণ করা ১৮টি ড্রোনের মধ্যে ১৭টি ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার আক্রমণ করা ওই ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেনীয় সেনারা।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, পৃথক পৃথক চারটি অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। তাদের ১৮টি ড্রোনের মধ্যে ১৭টিই ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।
আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, রাশিয়ার হামলার কারণে খমেলনিটস্কি অঞ্চলে একটি অবকাঠামোতে আগুন লেগেছে। সেখানে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। গভর্নর আরো জানিয়েছে, জরুরি পরিষেবাগুলো বৃহস্পতিবার সকালে আগুন নেভাতে কাজ করেছে। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে, ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মাইকোলাইভের দক্ষিণাঞ্চলে আটটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এখানেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন