প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২১ নভেম্বর, ২০২৩

ভারতের বন্দরে ভয়াবহ আগুন

গভীর রাতে বিশাখাপত্তনমের একটি বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অন্তত ২৫টি মাছ ধরার নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে জাহাজ নিয়ে আসে ভারতীয় নৌবাহিনী। এ ছাড়া একাধিক দমকল বাহিনী আগুন নেভানোর কাজে অংশ নেয়। জিনিউজের খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪-৫ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে।

বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার রবি শঙ্কর জানিয়েছেন, গভীর রাতে একটি মাছ ধরার নৌকায় আগুনের সূত্রপাত হয়। আগুন যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে সেজন্য নৌকাটিকে লাইন ভেঙে সরিয়ে নেওয়া হয়। কিন্তু বাতাস এবং পানির প্রবাহ এটিকে ফের জেটিতে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই অন্য নৌকাগুলোও পুড়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close