প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ নভেম্বর, ২০২৩

৮ দিন ধরে সুড়ঙ্গে আটকা ৪০ শ্রমিক উদ্ধারে নতুন কৌশল

ভারতের উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আট দিন ধরে আটকে রয়েছেন ৪০ শ্রমিক। নানা চেষ্টার পর শুক্রবারের পর থেকে উদ্ধারকাজ বন্ধ হয়ে যাওয়ায় এখন নতুন কৌশল হাতে নেওয়া হয়েছে। তাদের উদ্ধারে এখন পাঁচটি পরিকল্পনায় জোর দেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে বিকল্প পরিকল্পনার ওপর জোর দেওয়া হচ্ছে। উদ্ধারকারীরা এত দিন সামনের দিক থেকে সুড়ঙ্গের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন, এবার ওপর দিক থেকে খোঁড়ার পরিকল্পনা করা হচ্ছে। এরই মধ্যে নতুন একটি রাস্তা তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে সুড়ঙ্গে পৌঁছানো সহজ হবে।

শুক্রবার বিকেলে সুড়ঙ্গ খোঁড়ার সময় বিকট শব্দ কানে আসে। ভেতরের কোথাও কোথাও ধস নামে। তারপর কাজ বন্ধ করে দেয় উদ্ধারকারীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close