প্রতিদিনের সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৩
নিজ দলের বিরুদ্ধে লেবার পার্টির ৫৬ এমপির অবস্থান
অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে ব্রিটিশ পার্লামেন্টে নিজ দেশের পররাষ্ট্রনীতি ও নিজ দলের বিরুদ্ধে ভোট দিয়েছেন দেশটির বিরোধী দল লেবার পার্টির ৫৬ জন আইনপ্রণেতা। স্থানীয় সময় বুধবারের (১৫ নভেম্বর) ওই ভোটাভুটিতে ব্রিটিশ সরকারের পার্লামেন্টবিষয়ক এজেন্ডা সংশোধনের আহ্বান জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালার ও দলীয় নিয়মনীতির তোয়াক্কা না করে এদিন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তারা।
গাজায় হামাস-ইসরাইলের এই সংঘাত নিয়ে দলনেতা স্যার কেয়ার স্টারমারের অবস্থান ও নির্দেশনার বিপক্ষে গিয়ে তারা এই ভোট দেন। তবে শেষ পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব ২৯৪-১২৫ ভোটে নাকচ হয়ে যায়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন