প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ নভেম্বর, ২০২৩

ব্রিটিশ সুপ্রিম কোর্টের রায়

যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় স্থানান্তর অবৈধ

সুপ্রিম কোর্টের রায়ে ভেস্তে গেলো ব্রিটিশ সরকারের ‘রুয়ান্ডা পরিকল্পনা’। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠাতে যুক্তরাজ্য সরকারের নেওয়া পরিকল্পনাকে বেআইনি বলে রায় দিয়েছেন ব্রিটিশ সুপ্রিম কোর্ট।

গত বুধবার (১৫ নভেম্বর) দেশটির শীর্ষ আদালতের পাঁচজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আলোচিত এই মামলার রায় দেন। বিতর্কিত মামলাটি বছরজুড়ে ইউরোপীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। রায়ে বলা হয়, এই পদক্ষেপের ফলে আশ্রয়প্রার্থীরা ‘দুর্ব্যবহারের প্রকৃত ঝুঁকিতে’ থাকবেন। কারণ তাদের একবার রুয়ান্ডায় পাঠানো হলে সেখান থেকে নিজ দেশে ফেরত পাঠানোর আশঙ্কা থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close