প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ নভেম্বর, ২০২৩

মিডিয়ার ওপর নতুন বিধিনিষেধ রাশিয়ার

আগামী বছরের নির্বাচন সামনে রেখে গণমাধ্যমের ওপর কড়াকড়ি আরো বাড়াল রাশিয়া। সংবাদমাধ্যমগুলোতে নির্বাচনী খবর প্রচার সীমিত করার বিষয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) একটি আইন সংস্কারের অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার নতুন নিয়ম অনুসারে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধিবেশনগুলোতে শুধু নিবন্ধিত গণমাধ্যমগুলোর প্রতিনিধিরাই উপস্থিত থাকতে পারবে। বাদ পড়বেন ফ্রিল্যান্সার বা স্বাধীন সাংবাদিকরা।

নতুন সংশোধনীতে বলা হয়েছে, আঞ্চলিক ও সামরিক কর্তৃপক্ষগুলোর কাছ থেকে আগাম ছাড়পত্র ছাড়া সামরিক ঘাঁটি বা সামরিক আইনের অধীনে থাকা এলাকাগুলোতে নির্বাচন কমিশনের কার্যকলাপের খবর প্রচার নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া, ‘ব্লকড উৎস’ বা নিষিদ্ধ ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কোনো প্রচারণামূলক কনটেন্ট প্রচার করতে পারবে না গণমাধ্যমগুলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close