প্রতিদিনের সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৩
ভূমিধসে ব্যাহত উদ্ধারকাজ
৭০ ঘণ্টারও বেশি সুড়ঙ্গে আটকা ৪০ শ্রমিক
ভারতের উত্তরাখণ্ডের সুড়ঙ্গে এখনো মুক্তির অপেক্ষায় ৪০ শ্রমিক। এর মধ্যে পার হয়ে গেছে ৭০ ঘণ্টা। মঙ্গলবার একটু আশা দেখলেও রাতের ভূমিধস উদ্ধারকাজকে আরো ব্যাহত করেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে ৯০০ মিলিমিটার ব্যাসের স্টিলের মোটা পাইপ প্রবেশের চেষ্টা করলেও ভূমিধসে স্থাপনা মেশিনটি ভেঙে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
উদ্ধারকাজ চলাকালে সৃষ্ট ভূমিধসে সমস্যা আরো জটিল হয়েছে। সবশেষ চিত্রে দেখা যায় উদ্ধারকারী দল ড্রিলিং মেশিনটি ভেঙে ফেলেছেন। সেই রেশ ধরে নতুন ড্রিল মেশিন স্থাপন করার কাজ চলছে। উদ্ধারকর্মীরা বলছেন, টানেলের ২১ মিটার স্ল্যাব সরানো হয়েছে, ১৯ মিটার এখনও বাকি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন