প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০১ অক্টোবর, ২০২৩

পশ্চিমবঙ্গে দেয়াল ধসে ৩ শিশুর মৃত্যু

শারদিয়ার আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। রাতভর বৃষ্টির জেরে মাটির দেয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে তিন শিশুর। এ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বোড়ামারা গ্রামে। ওই তিন শিশুর পরিচয় জানা গেছে। তারা হলো রোহন সর্দার (৫), নিশা সর্দার (৪) এবং অঙ্কুশ সর্দার (৩)।

জানা গেছে, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলের পর থেকেই বাঁকুড়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়। প্রায় সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বৃষ্টি একটু কমেছিল। তখন বোড়ামারা গ্রামের একটি কাঁচা বাড়ির সামনে ওই তিন শিশু খেলছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close