প্রতিদিনের সংবাদ ডেস্ক
নিকারাগুয়ার ১০০ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সের’ এক বার্তায় এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
ব্লিনকেন তার বার্তায় বলেন, নিকারাগুয়ানদের মানবাধিকার সীমিত করে এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে এমন ১০০ কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে। আমরা দেশটির সরকারকে নিঃশর্তভাবে এবং অবিলম্বে বিশপ রোল্যান্ডো আলভারেজ এবং অন্যায়ভাবে আটক সবাইকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
আন্তর্জাতিক ও নিকারাগুয়ার স্থানীয় বিভিন্ন মানবাধিকার সংস্থা বহুদিন ধরে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের বিরুদ্ধে দেশটির বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, সংবাদমাধ্যম, ব্যবসায়ী নেতা এবং ক্যাথলিক চার্চের যাজকদের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগ জানিয়ে আসছে।
"