প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০১ অক্টোবর, ২০২৩

শি সরকারের শীর্ষ পদে হট্টগোল

তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের ভিড়িয়েছেন অনুগতদের দলে। প্রত্যাশা ছিল, এর ফলে চীনের উচ্চাভিলাসী লক্ষ্য বাস্তবায়নে তার পথ আরও মসৃণ হবে। কিন্তু এক বছরের কম সময়ের মধ্যে সেই অনুগত অভিজাতদের দলে অশান্তির ঝড় সব ছত্রভঙ্গ করে দিচ্ছে। দলে শির সিদ্ধান্ত নিয়ে এখন প্রশ্ন উঠছে, তার সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থা কমছে। দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা বেড়েছে।

মাত্র কয়েক মাসের ব্যবধানে বিশ্বাঙ্গনে চীন সরকারের মুখপাত্র হিসেবে কথা বলা সিনিয়র দুজন মন্ত্রিপরিষদ সদস্য নিখোঁজ হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফুর খোঁজ পাওয়া যাচ্ছে না তিন সপ্তাহ ধরে। জনসমক্ষে তাকে দেখা যাচ্ছে না। জল্পনা ছড়িয়েছে, তাকে তদন্তাধীন রাখা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close