প্রতিদিনের সংবাদ ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৩
ইউক্রেনের ১৯ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
ইউক্রেনের ১৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। দেশটি জানিয়েছে, তারা ক্রিমিয়া, কৃষ্ণ সাগর এবং অন্যান্য রাশিয়ান অঞ্চলে এসব ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছে, ২০ থেকে ২১ সেপ্টেম্বর রাতে রাশিয়ান ফেডারেশনের বিভিন্ন স্থানে প্রাণঘাতী ড্রোন দিয়ে উগ্রবাদী হামলা করেছে ইউক্রেন। রাশিয়ান সেনারা তাদের এ হামলা ব্যাহত করেছে।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ান বিমান প্রতিরক্ষাব্যবস্থা কৃষ্ণ সাগর, বিভিন্ন রুশ এলাকা এবং ক্রিমিয়া প্রজাতন্ত্রের ভূখণ্ডের ওপর দিয়ে আসা ১৯ ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন