প্রতিদিনের সংবাদ ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৩
গণতন্ত্র রক্ষায় ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা বাইডেনের

গণতন্ত্র রক্ষায় ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জো বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রকে ধ্বংস করতে চান, সে কারণে আবারও নির্বাচন করার কথা জানিয়েছেন বাইডেন।
৮০ বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের এযাবৎকালের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। সেজন্য তার বয়স নিয়ে প্রায়ই নানা আলোচনা-সমালোচনা হয়। বয়স নিয়ে আলোচনার বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন বলেও জানান। ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর এমন মন্তব্য করে বাইডেন বলেন, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। কারণ, গণতন্ত্র ঝুঁকিতে আছে। ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর। জো বাইডেন আরও জানান, তিনি কখনোই স্বৈরশাসকদের কাছে মাথানত করবেন না।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন