প্রতিদিনের সংবাদ ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৩
নিপাহ ভাইরাসে মৃত্যুর হার ৭০ শতাংশ পর্যন্ত
- আইসিএমআর

নিপাহ ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার কোভিডে আক্রান্তদের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। সংস্থাটি বলছে, কোভিডের ২-৩ শতাংশের তুলনায় নিপাহ ভাইরাসে মৃত্যুর হার ৪০-৭০ শতাংশের মধ্যে রয়েছে। দক্ষিণ ভারতের রাজ্য কেরালায় নিপাহ ভাইরাসে আক্রান্ত বাড়ছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ৮০ জন। তাদের মধ্যে ৩২৭ জনই স্বাস্থ্যকর্মী।
এদিকে কেরালায় নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব এবং কোভিডের তুলনায় এর উচ্চ মৃত্যুর হারের পরিপ্রেক্ষিতে ভাইরাল রোগটির বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির কাজ শুরু করার পরিকল্পনা করছে আইসিএমআর।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন