প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ সেপ্টেম্বর, ২০২৩

জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে বিশ্বজুড়ে সমাবেশের পরিকল্পনা

জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধে এবার বড় পরিসরে বিক্ষোভে নামতে যাচ্ছেন জলবায়ু আন্দোলনকারীরা। চলতি সপ্তাহের শেষ দিকে ৫০টির বেশি দেশে প্রতিবাদে নামবেন তারা। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ইতোমধ্যে পৃথিবীতে প্রভাব ফেলতে শুরু করেছে। রেকর্ডভাঙা বন্যা, দাবালন এবং খরা দেখছে বিশ্ব। প্রাকৃতিক এমন বিপর্যয়ের হাত থেকে পৃথিবীকে রক্ষায় শুক্র থেকে রবিবার ৫৪টি দেশে সমাবেশের পরিকল্পনা নিয়েছেন জলবায়ু আন্দোলনকারীরা।

বিক্ষোভের আয়োজকরা আশা করছেন, সমাবেশে বিশ্বব্যাপী ১০ লাখেরও বেশি মানুষ অংশ নেবে। ধারণা করা হচ্ছে, কোভিড মহামারির পর এটাই হতে যাচ্ছে সবচেয়ে বড় আন্তর্জাতিক জলবায়ু প্রতিবাদ।

ফিলিপাইনের ম্যানিলায় ফ্রাইডেস ফর ফিউচারের জলবায়ু কর্মী মিটজি জোনেলে টান বলেন, বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close