প্রতিদিনের সংবাদ ডেস্ক
মণিপুরে গুলিবিদ্ধ শিশু ও মাকে পুড়িয়ে হত্যা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে এক মাসেরও বেশি সময় ধরে চলা জাতিগত দাঙ্গায় এবার অ্যাম্বুলেন্স আটকে গুলিবিদ্ধ এক শিশু, তার মা এবং তাদের এক আত্মীয়কে পুড়িয়ে মেরেছে উন্মত্ত জনতা। বুধবার (৭ জুন) রাজধানী ইম্ফলের পশ্চিমে ইরোইসেম্বা এলাকায় ঘটেছে এই ভয়াবহ ঘটনা। নিহত ওই শিশুর নাম তোনসিং হ্যাসিং, তার মায়ের নাম মীনা এবং আত্মীয়র নাম লিডিয়া বলে জানা গেছে।
পুলিশ সূত্রে আরো জানা গেছে, বুধবার ইরাইসেম্বাায় জাতিগত সংঘাতে গুলিতে আহত হয় ৮ বছর বয়সি তোনসিং হ্যাসিং। মাথা থেকে শুরু হয় অবিরাম রক্তপাত। তড়িঘড়ি স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসার পর তোনসিংকে নিয়ে তার মা মীনা রওনা দিয়েছিলেন রাজধানী ইম্ফলের হাসপাতালের উদ্দেশে। সঙ্গে ছিলেন তার আত্মীয় লিডিয়া।
কিন্তু পথেই সেই অ্যাম্বুলেন্স আটকায় দুষ্কৃতকারীরা। তারপর তাদের গাড়ির ভেতরে রেখেই আগুনে পুড়িয়ে মারা হয় তিনজনকে।
"