প্রতিদিনের সংবাদ ডেস্ক
০৫ জুন, ২০২৩
মিসর সীমান্তে ৩ ইসরায়েলি সেনাকে হত্যা
মিসর সীমান্তের কাছে এক বন্দুকধারী তিন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।
ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার (৩ জুন) সকালে একজন নারী ও একজন পুরুষ সেনাসদস্যকে হত্যা করা হয়।
একজন কর্মকর্তা রেডিওতে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ব্যর্থ হন। পরে খোঁজাখুঁজি করে ওই দুই সেনাসদস্যের মরদেহ পাওয়া যায়। পরে সন্দেহভাজন হামলাকারীকে হত্যা করা হয়। তল্লাশি অভিযানের সময় তৃতীয় আরেক সেনা গুলিবিদ্ধ হয়ে মারা যান।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন