প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২২ মে, ২০২৩

সুদানে ৭ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি

সুদানে লড়াইরত সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী ফের ৭ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। রবিবার (২১ মে) আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের জেদ্দায় শনিবার (২০ মে) এক আলোচনার পর উভয় পক্ষ যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করেছে। সুদানের স্থানীয় সময় সোমবার (আজ) ৯টা ৪৫ মিনটের পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। এর আগে, বহুবার যুদ্ধবিরতির চুক্তি হলেও উভয় পক্ষ সেটি লঙ্ঘন করেছিল। তবে, এবারের যুদ্ধবিরতির চুক্তি যুক্তরাষ্ট্র, সৌদি ও বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে জারি করা হয়েছে। গত ১৫ এপ্রিল থেকে দুই বাহিনীর মধ্যে প্রাণঘাতী এই লড়াইয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close