প্রতিদিনের সংবাদ ডেস্ক
০১ এপ্রিল, ২০২৩
সিরিয়ায় ইরানের সমর্থিত ৮ জঙ্গি নিহত : পেন্টাগন

ইরান-সমর্থিত যোদ্ধাদের লক্ষ্য করে সিরিয়ায় মার্কিন বিমান হামলায় গত সপ্তাহে ৮ জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) প্রথমবারের মতো এ কথা জানায় পেন্টাগন। প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানান, নিহত যোদ্ধারা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে যুক্ত থাকলেও তারা ইরানি ছিলেন না।
রাইডার আরো বলেন, ড্রোন এবং রকেট হামলার ফলে ছয় আমেরিকান সেনার ট্রমাটিক ব্রেন ইনজুরি (টিবিআই) ধরা পড়েছে।
মার্কিন ঘাঁটিতে প্রথমে ড্রোন হামলার পর গত বৃহস্পতিবার ইরান-সমর্থিত মিলিশিয়া এবং মার্কিন বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন