প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩০ মার্চ, ২০২৩

আবুধাবির রাস্তায় শিশুদের ইফতার বিতরণ

রমজান মাসে সড়ক দুর্ঘটনা কমাতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির সড়কের বিভিন্ন পয়েন্টে পথচারী, গাড়ি ও মোটরসাইকেল চালকদের ইফতার সামগ্রী বিতরণ করছে শিশু স্বেচ্ছাসেবীরা। আমিরাতের সড়ক পরিবহন ও নিরাপত্তা দপ্তরের ‘সেফ রমজান’ নামের একটি বিশেষ প্রকল্পের আওতায় এই ইফতার বিতরণ চলছে বলে জানা গেছে।

সড়ক পরিবহন ও নিরাপত্তা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রমজান মাসে আমিরাতে সড়ক দুর্ঘটনার হার অনেক বেড়ে যায়। মাগরিবের আজানের আগে গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি চালকদের বেপরোয়া হয়ে ওঠাই এসব দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনা এড়াতে কয়েক বছর ধরে বিভিন্ন সড়কের পয়েন্টগুলোতে ইফতার বিতরণ করতে ‘সেফ রমজান’ প্রকল্প চালু করে আমিরাতের সরকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close