প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ মার্চ, ২০২৩

ফের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আবার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সোমবার (২৭ মার্চ) সকালে দেশটি তার পূর্ব উপকূল থেকে সাগরে দুটি স্বল্প-পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর দুদিন আগে অবশ্য পারমাণবিক ক্ষমতাসম্পন্ন নতুন একটি অ্যাটাক ড্রোন পরীক্ষা করেছিল পূর্ব এশিয়ার এ দেশটি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া সোমবার সকালে তার পূর্ব উপকূল থেকে সাগরে দুটি স্বল্প-পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।

জাপান সরকারের মতে, নিক্ষেপ করা ওই দুটি ক্ষেপণাস্ত্রই জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে মনে হচ্ছে।

এদিকে উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘনকারী গুরুতর উসকানি হিসেবে উল্লেখ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close