প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ মার্চ, ২০২৩

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ইউক্রেনে

ঐতিহাসিক সফরে রাশিয়ার রাজধানী মস্কোতে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভøদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎও করেছেন। আর এর মধ্যেই প্রতিবেশী দেশ ইউক্রেন সফরে গেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জাপানি প্রধানমন্ত্রীর এই সফরকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে ইউক্রেন। বুধবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মঙ্গলবার ইউক্রেন সফরে যান এবং দেশটির রাজধানী কিয়েভের কাছে অবস্থিত বুচা শহর পরিদর্শন করেন। ইউক্রেনে আগ্রাসনের শুরুতে রাশিয়ান বাহিনী কিয়েভের উপকণ্ঠে অবস্থিত এই শহরেরই ব্যাপক নৃশংসতা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। বুচা শহরের একজন এএফপি সাংবাদিক জানিয়েছেন, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সরকারি সফরের অংশ হিসাবে ইউক্রেনে এসেছেন এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রত্যাশিত বৈঠকের আগে মঙ্গলবার ওই শহরটিতে যান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close