প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২১ মার্চ, ২০২৩

ফ্রান্সে ম্যাখোঁ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

এবার বিপাকে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তার সরকার রাষ্ট্রীয় পেনশনের বয়সসীমা বাড়াতে পার্লামেন্টকে পাশ কাটিয়ে যাওয়ায় দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আয়োজন করতে যাচ্ছে। সোমবার এ বিষয়ে ভোট হবে।

ফ্রান্সে পেনশন সংস্কারের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের পর সারা দেশে তিন দিন ধরে অস্থিরতা ও বিক্ষোভের সূত্রপাত হয়। এটা ২০১৮ সালের শেষ দিকে জ্বালানি তেলের উচ্চ মূল্যের বিরুদ্ধে শুরু হওয়া ইয়েলো ভেস্ট বিক্ষোভের কথা স্মরণ করিয়ে দেয়। তবে সোমবারের ভোটে ম্যাখোঁর সরকারের প্রতি ক্ষোভ প্রতিফলিত হলেও তাতে সরকার পতনের সম্ভাবনা কম। দেশটির বিরোধী দলীয় আইনপ্রণেতারা শুক্রবার সংসদে দুটি অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন।

মধ্যপন্থী গোষ্ঠী লিওট একটি বহুদলীয় অনাস্থা প্রস্তাব করেছিল, যা উগ্র বামপন্থী নুপস জোট দ্বারা সহ-স্বাক্ষরিত হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close