প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২১ মার্চ, ২০২৩

ইউরোপে বাসায় বাংকার চাইছেন ধনী ব্যক্তিরা

যুদ্ধ ও মহামারির মতো সংকট আজ আর শুধু ইতিহাসের পাতায় সীমিত নেই। ইউরোপের মানুষ বাস্তব জীবনেই সেই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। আর তাই পোল্যান্ডের এক কোম্পানি বিত্তবান মানুষের নিরাপত্তার অভিনব ব্যবস্থা করছে।

ডাভিড রুবিকি পোল্যান্ডের পশ্চিমাঞ্চলে এক পারিবারিক ব্যবসা চালান। ফেরোপ্লাস্ট কোম্পানির কারখানায় ৩০০ শ্রমিক ধাতুশিল্পের জন্য যন্ত্রাংশ তৈরি করেন। বিশেষ করে গাড়িশিল্প খাত এই কোম্পানির অন্যতম প্রধান গ্রাহক। কিন্তু সম্প্রতি এই কোম্পানি বাংকার ও তেজস্ক্রিয় বিকিরণ থেকে সুরক্ষার শেল্টার তৈরির কাজ শুরু করেছে। একটি সিঁড়ি দিয়ে ভবিষ্যতে মাটির নিচে বাংকারে নেমে যাওয়া যাবে।

নিজের কারখানা ঘুরিয়ে দেখানোর সময় ডাভিড বলেন, ‘এই মুহূর্তে ওয়েল্ডার বুলেটপ্রফ এআর ইস্পাত দিয়ে শেল্টারের স্টিল হ্যাচ ওয়েল্ডিং করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close