প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ মার্চ, ২০২৩

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

সুদের হার বৃদ্ধিতে ঝুঁকিতে মার্কিন ব্যাংকিং ব্যবস্থা

ব্যাংকিং ব্যবস্থায় যে টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে তা কয়েকদিন আগেও অনুমান করা যায়নি। শঙ্কা এখনো কাটেনি। সবচেয়ে খারাপ পরিণতি দেখেছে সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। ৯ মার্চ আমানতকারীরা ব্যাংকটি থেকে ৪২ বিলিয়ন ডলার তুলে নেয়। এক সপ্তাহের মধ্যে মার্কিন যে তিনটি বড় ব্যাংকের পতন হয়েছে তার মধ্যে এসভিবি অন্যতম। তাই বিপর্যয় ঠেকাতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখনো অনেক গ্রাহকের মনে প্রশ্নে ব্যাংকে রাখা গচ্ছিত অর্থ নিরাপদ কি-না।

এমন পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে দিন কাটছে বিনিয়োগকারীদের। কারণ চলতি মাসে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর বাজার মূল্য কমেছে ২২৯ বিলিয়ন ডলার। এতে কোষাগারের অর্থ কমেছ। তাই মনে করা হচ্ছে, ফেডারেল রিজার্ভ গ্রীষ্মে সুদের হার কমাতে পারে। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপ ও জাপানের ব্যাংকের শেয়ারও কমেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close