প্রতিদিনের সংবাদ ডেস্ক
১৭ মার্চ, ২০২৩
বেতন-ভাতা বাড়ানোর দাবি
ধর্মঘটে নিউজিল্যান্ডের ৫০ হাজার শিক্ষক
নিউজিল্যান্ডে বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রায় ৫০ হাজার শিক্ষক ধর্মঘট পালন করেছেন। বেতন-ভাতা বৃদ্ধি ও অবস্থার উন্নতির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইউনিয়নের আলোচনার পর তারা এ ধর্মঘটের ডাক দেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, শিক্ষকরা তাদের ধর্মঘট কর্মসূচি পালনকালে ভালো বেতন-ভাতার দাবি জানান। এ সময় শিক্ষকরা তাদের ‘দাঁতের চিকিৎসা করার সামর্থ্য নেই’ এমন লেখাসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড তুলে ধরেন এবং নাড়ান। দেশব্যাপী এক দিনের ধর্মঘটে কিন্ডারগার্টেনের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়গুলো অংশ নেওয়ায় শিক্ষাকার্যক্রম বন্ধ থাকে।
ট্রেড ইউনিয়ন তাদের যুক্তি তুলে ধরে বলেছে, সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব মুদ্রাস্ফীতির সঙ্গে মেলে না এবং শিক্ষক সংকটের কারণে দেশের শিক্ষা খাত সংকটের মুখে পড়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন