প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি, ২০২৩

ঠাণ্ডায় কাবু যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল

ভয়াবহ ঠাণ্ডা ও ঝড়ো বাতাসে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের জনজীবন থমকে পড়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এক শিশু প্রাণ হারিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিউ হ্যাম্পশায়ারের মাউন্ট ওয়াশিংটনে রাতে কনকনে হাওয়া রেকর্ড মাইনাস ৭৮ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রে এর আগে আর কোথাও এমন মারাত্মক ঠাণ্ডা অনুভূত হয়নি।

ম্যাসাচুসেটসের সাউথকিকের হ্যাম্পডেন জেলায় তীব্র বাতাসে গাছ উপড়ে পড়ে গাড়িতে থাকা এক শিশু যাত্রীর মৃত্যু হয়। চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া গাড়িটির চালকও গুরুতর আহত হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তীব্র ঠাণ্ডার কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বোস্টনে তাপমাত্রা শনিবার মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াসে নামে, যা শত বছরেরও পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ (এনএসডবি¬উ)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close