প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৩

বেলুনকাণ্ড

ব্লিনকেনের বেইজিং সফর স্থগিত

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের একটি বেলুন উড়ে বেড়াচ্ছে এবং এ নিয়ে দেশটিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, গোয়েন্দাবৃত্তির উদ্দেশ্য নিয়ে চীন এ বেলুন আকাশে উড়িয়েছে।

তবে চীন বলছে, যুক্তরাষ্ট্রের এ অভিযোগ ভিত্তিহীন বরং আবহাওয়া-সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ এবং তার গবেষণার জন্য এ বেলুন উড়ানো হয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেছে, বেলুনটি বেসামরিক এবং আবহাওয়া-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে উড়ানো হয়েছে। তবে বাতাসের গতিবেগ বেশি এবং এ বেলুনের নিয়ন্ত্রণ ক্ষমতা সীমিত হওয়ার কারণে কাঙ্ক্ষিত জায়গা থেকে ভিন্ন দিকে চলে গেছে। সর্বশেষ এটি আমেরিকার আকাশে অবস্থান করছে।

এর আগে চীনের বেলুনটি নিয়ে মার্কিন প্রশাসনে তোলপাড় সৃষ্টি হওয়ার পর দেশটির সামরিক বাহিনী এটিকে ধ্বংস করার জন্য যুদ্ধবিমান প্রস্তুত করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close