প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৩

গাজায় বিমান হামলা চালাল ইসরায়েল

গাজা উপত্যকার কেন্দ্রস্থলে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি অঞ্চল থেকে ছোঁড়া রকেট প্রতিহত করার কয়েক ঘণ্টা পর ইসরায়েল এ হামলা চালায়। প্রত্যক্ষদর্শী সূত্রে এ কথা জানা গেছে। খবর এএফপির।

গাজা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় হামলা চালানো হচ্ছে।

স্থানীয় নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথম হামলা চালানো হয় এজেদিন আল কাশাম ব্রিগেডের প্রশিক্ষণ কেন্দ্রে। এখানে অন্তত সাতবার হামলা চালানো হয়। এটি ফিলিস্তিনের ইসলামি মুভমেন্ট হামাসের সশস্ত্র শাখা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close