প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ জানুয়ারি, ২০২৩

ইইউকে পাল্টা হুমকি দিল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী সংস্থা হিসেবে কালোতালিকাভুক্ত করার বিষয়ে ইউরোপীয় পার্লামেন্ট (ইইউ) যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়ন করা হলে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে।

রবিবার (২২ জানুয়ারি) এক টুইটার পোস্টে আবদুল্লাহিয়ান বলেন, ইরানের সংসদ ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার জন্য কাজ করছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় পার্লামেন্ট নিজেই নিজের পায়ে গুলি করেছে। ইরানও এর সমুচিত জবাব দেবে। 

গত বুধবার ইউরোপীয় পার্লামেন্ট আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালোতালিকাভুক্ত করার জন্য ভোটাভুটি করে। পরে তা পররাষ্ট্র নীতিবিষয়ক বার্ষিক রিপোর্টে সংযুক্ত করা হয় এবং আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কাছে পাঠানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close