প্রতিদিনের সংবাদ ডেস্ক
২২ জানুয়ারি, ২০২৩
শ্রীলঙ্কার জন্য কারো মুখাপেক্ষী হয়নি ভারত
-এস জয়শঙ্কর

শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময়ে কারো মুখাপেক্ষী হয়ে বসে থাকেনি ভারত। দেশটি যাতে অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারে সক্ষম হয় তার জন্য যা সঠিক সেটাই করেছে।
কলম্বো সফরে গিয়ে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবেই মনে করেছি, শ্রীলঙ্কার ঋণদাতারা কলম্বোকে বেহাল থেকে উদ্ধারের জন্য ব্যবস্থা নেবে। তবে ভারত অন্য কারো পদক্ষেপের জন্য বসে থাকেনি। আইএমএফকে আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছি, যাতে শ্রীলঙ্কা সম্পর্কে এগিয়ে যেতে পারে। ১৬ জানুয়ারি আইএমএফকে চিঠি দিয়ে অর্থ জোগানের প্রতিশ্রুতি দিয়েছে ভারত।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন