প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ ডিসেম্বর, ২০২২

হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াই

গুজরাটে আবারও গেরুয়া ঝড়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘাঁটি হিসেবে পরিচিত গুজরাটে বিধানসভা নির্বাচনের ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে ক্ষমতাসীন দল বিজেপি। সবশেষ ফলাফলে ১৮২ আসনের গুজরাটে এখন পর্যন্ত ১৪৯ আসন পেয়েছে গেরুয়া শিবির। যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৯২ আসন। আর গতবারের শক্ত প্রতিপক্ষ কংগ্রেস পেয়েছে মাত্র ২২টি আসন। খবর এনডিটিভি’র। গত ২৭ বছর ধরে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। বুথফেরত সমীক্ষা অনুযায়ী এবারও গেরুয়া শিবির ক্ষমতায় আসছে। গত কয়েক দশক ধরেই গুজরাট দেখেছে কংগ্রেস-বিজেপির দ্বিমুখী লড়াই। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। প্রথমেই এগিয়ে যায় বিজেপি। বিধানসভা ভোটে বিজয়ী হলে এ নিয়ে টানা সাত বার গুজরাট শাসনের দায়িত্ব পাবে মোদি-শাহের বিজেপি। গতবারের চেয়ে কম আসন পেয়েছে কংগ্রেস। এবার ২২টি আসন পেয়েছে ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close