প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৮ ডিসেম্বর, ২০২২

বিক্ষোভের মুখে কঠোর করোনাবিধি থেকে সরল চীন

বিভিন্ন শহরে বিক্ষোভের মুখে করোনাভাইরাস-সংক্রান্ত কঠোর বিধিনিষেধ তুলে দিয়েছে চীন সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির বুধবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, এখন থেকে মৃদু বা উপসর্গহীন করোনা রোগীদের সরকারি কোয়ারেন্টিন সেন্টারে যেতে হবে না। তারা বাড়িতে বসেই করোনা পরীক্ষা করতে পারবেন।

নির্দেশনা অনুযায়ী, হাসপাতাল এবং স্কুল ছাড়া অন্যান্য জনসমাগমস্থলে করোনার পিসিআর পরীক্ষা ছাড়াই যাওয়া যাবে। এর আগে চীনে করোনা রোগীদের বাধ্যতামূলক সরকারি কোয়ারেন্টিন সেন্টারে যেতে হতো। আর জনসমাগমস্থলে যোগ দিতে বাধ্যতামূলক পিসিআর পরীক্ষা করতে হতো। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, লকডাউন আরোপ করতে হবে নির্দিষ্ট ভবনে। একটি ভবনে কেউ আক্রান্ত হলে পুরো এলাকা বা শহরে বিধিনিষেধ আরোপ করা যাবে না। লকডাউনের আওতাধীন এলাকা বা ভবনে যদি নতুন করে কেউ আক্রান্ত না হন, তাহলে পাঁচ দিন পর সেটি তুলে দিতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close