প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৩ ডিসেম্বর, ২০২২

রুশ নেতাদের বিচার করা হবে : ইইউ

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের বিচার করার লক্ষ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে পরিকল্পনা করেছে, তাকে ‘বেআইনি উদ্যোগ’ বলে প্রত্যাখ্যান করেছে মস্কো।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বুধবার (৩০ নভেম্বর) এ ধরনের একটি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব তুলে ধরে বলেন, যুদ্ধাপরাধ সংঘটিত করার নির্দেশ প্রদানের জন্য ওই ট্রাইব্যুনালে রুশ নেতাদের বিচার করা হবে। প্রস্তাবটির খবর প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবারই (১ ডিসেম্বর) তার জবাব দেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, তারা কোনো একটি ট্রাইব্যুনাল গঠনের যে কথা বলছে, তার কোনো আইনি অধিকার তাদের নেই। আমরা সেরকম কোনো কিছু মেনে নেব না বরং তা প্রত্যাখ্যান করব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close